ভিস্তারার সঙ্গে জুড়ে যাচ্ছে এয়ার ইন্ডিয়া ? উড়ান নিয়ে টাটাদের কী পরিকল্পনা
কলকাতা: কিছু দিন আগে এয়ার ইন্ডিয়া এক ব্যাপক রূপান্তরের পরিকল্পনা সামনে এনেছে, যার লক্ষ্য অভ্যন্তরীণ বিমান পরিষেবা বাজারের কমপক্ষে ৩০ শতাংশ দখল করা। ভারতের বাজারে একটা কথা বেশ প্রচলিত, টাটা যা-ই স্পর্শ করে তা-ই সোনা হয়ে যায়। বিমান পরিষেবা ক্ষেত্রেই বা তার ব্যতিক্রম হবে কী করে! টাটা মালিকানাধীন এয়ার ইন্ডিয়াও সেই মিডাসের স্পর্শে উচ্চাভিলাষী। নতুন মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার পরিকল্পনার মধ্যে দেশীয় বাজারে তার আধিপত্য যথেষ্ট পরিমাণে, অন্তত ৩০ শতাংশ বাজার দখল করা প্রথম সারিতে। আর সেই লক্ষ্যে, টাটা সন্স…