‘সিভিল সার্ভিসে প্রতিবন্ধী সংরক্ষণ কেন!’ বিস্ফোরক মন্তব্য আইএএস স্মিতার
পাইলট হতে পারেন না প্রতিবন্ধী ব্যক্তিরা, সার্জেন হিসাবেও তাঁদের পেশা সঠিক হবে না, তাহলে সিভিল সার্ভিসের মতো পেশায় প্রতিবন্ধী ব্যাক্তিদের কেন নিয়োগ দেওয়া হবে, এমনই বিস্ফোরক মন্তব্য করে বসেছেন তেলাঙ্গানা ফাইন্যান্স কমিশনের সদস্য-সচিব- স্মিতা সবরওয়াল। অক্ষমতার মানদণ্ডের অধীনে আইএএস অফিসার হিসাবে পূজা খেদকারের নিয়োগ নিয়ে, চলমান বিতর্কের আগুনে যেন ঘি ঢেলে দিয়েছেন আইএএস স্মিতা। এই সিনিয়র আমলা সদস্যের দাবি, গ্রাউন্ড ওয়ার্কের কাজ করাটাও প্রতিবন্ধীদের জন্য সহজ বিষয় হতে পারে না। এ প্রসঙ্গে এক্স প্ল্যাটফর্মে প্রশ্ন তুলে অফিসার লিখেছেন, ‘ভিন্নভাবে…