জি-২০ সম্মেলনে নজরকাড়া সুনক-পত্নী! কোন কোন সাজে ধরা দিলেন অক্ষতা, দেখুন ছবি
জি ২০ সম্মেলন উপলক্ষে নজরকাড়া সাজে ধরা দিলেন ব্রিটেনের ফার্স্ট লেডি। ব্রিটেনের প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনকের সঙ্গে জি ২০ সম্মেলনে এসেছেন অক্ষতা মূর্তি। গোটা সফরেই তাকে দেখা গেল নানা নজরকাড়া সাজে। কখনও পুরোপুরি ভারতীয় সাজ তো কখনও ফিউশনের আউটফিটে ধরা দিলেন তিনি। ওয়েস্টার্ন পোশাকেও সবার নজর কাড়লেন অক্ষতা। ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতা এই সফরের প্রথম থেকেই খবরের শিরোনামে। মোদীর সঙ্গে সাক্ষাতের আগে বিমানের অন্দরের একটি ছবি ভাইরাল হয়। তাতে দেখা যায়, ঋষি সুনকের টাই ঠিক করে…