Rishi Sunak: এবার পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী কি ঋষি সুনক? কে তিনি?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইনফোসিসের প্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তির জামাই-ই কি এবার ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের মসনদে? কে এই এন আর নারায়ণ মূর্তির জামাই? আর কেউ নন, ঋষি সুনক। ব্রিটিশ রাজনীতির টালমাটাল অবস্থার সাপেক্ষে হঠাৎই ঋষি সুনক অতি-আলোচিত একটি নাম হয়ে উঠেছে। ‘হঠাৎই’ কথাটা হয়তো ঠিক হল না। বহুদিন থেকেই ব্রিটেনের রাজনীতিতে তাঁর নামটি শোনা যাচ্ছিল। বিশেষ করে বরিস জনসনের এই টালমাটাল-পর্বে তাঁর নাম বারবারই শোনা যাচ্ছিল। কিন্তু বরিসের পদত্যাগের প্রেক্ষিতে ঋষির নামটা আলাদা করেই শোনা যাচ্ছে।…