ভাঁড়ে মা ভবানী, তরুণদের মদ্যপানে উৎসাহ জাপানে!
টোকিও : দেশের তরুণদের মদ্যপানে উৎসাহ দিচ্ছে জাপান! হ্যাঁ। তলানিতে ঠেকেছে সুরাবিক্রি থেকে প্রাপ্ত রাজস্বের পরিমাণ। ভাঁড়ে মা ভবানী অবস্থায় হাল ফেরাতে দেশের তরুণদের মদ্যপানে উৎসাহ দিচ্ছে জাপান (Japan) সরকার। শুধু উৎসাহ দেওয়াই নয়, চালু করা হয়েছে নতুন একটি ক্যাম্পেনও। যার পোশাকি নাম ‘সেক ভিভা’। জাপানের ন্যাশনাল ট্যাক্স এজেন্সি চালু করেছে যে ক্যাম্পেন। জাপানে তরুণদের যাতে মদ্যপানের অভ্যাস ফেরে তার জন্য ঠিক কোন পন্থা নেওয়া যেতে পারে, সেই নিয়ে বিভিন্ন মতামত চেয়ে পাঠানো হয়েছে যেখানে। কোনওরকম রাখঢাক না রেখেই…