তেড়ে এসেছিল হনুমানের দল, ‘আলেক্সা’কে ডাকতেই দৌড়ে পালাল সবকটা! ব্যাপার কী
বারান্দায় ছিল বিস্কুটের কৌটো, নিয়ে পালিয়েছে হনুমান। বাইরের টেবিলে ছিল থাইরয়েডের ওষুধের শিশি, আচার মেরে ভেঙে দিয়েছে হনুমান। কানে হেডফোন লাগিয়ে গাছের তলায় বসেছিলেন ব্যক্তি, হেডফোনটাই তুলে নিয়ে গিয়েছে হনুমান। আমাদের দৈনন্দিন জীবনে আমরা এমনই নানান মজার আবার অস্বস্তিতে ঘটনার শিকার হই। আসলে বাড়ি থেকে রাস্তাঘাটে হনুমানের উপদ্রব উল্লেখযোগ্য হারে বেড়েছে। অনেক ভিডিয়োও আজকাল প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে চলেছে। কিন্তু এবার প্রযুক্তির মাধ্যমে এই জেদি হনুমানকেই জব্দ করার এমনই একটি ঘটনা সামনে এসেছে যা জেনে রীতিমত অবাক হয়েছেন…