ভুঁইকে রুখতে ব্যর্থ ঈশান পোড়েলরা, অন্ধ্রপ্রদশের বিরুদ্ধে বাংলার ঘরে এল মাত্র এক পয়েন্ট
বিশাখাপত্তনম: ম্যাচের তৃতীয় দিনের শেষেই পরিস্কার হয়ে গিয়েছিল যে বাংলার পথের কাঁটা রিকি ভুঁইই (Ricky Bhui)। সেই ভুঁইয়ের ব্যাটে ভর করেই প্রথম ইনিংসে বাংলাকে পিছনে ফেলে দিল অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh vs Bengal)। রঞ্জি (Ranji Trophy 2024) মরশুমের প্রথম ম্যাচ থেকে বাংলার ঘরে এল মাত্র এক পয়েন্ট। বিশাখাপত্তনমে রঞ্জি ট্রফির এলিট গ্রুপ বি-তে রাজাশেখরা রেড্ডি এসিএ ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে বাংলা অন্ধ্রপ্রদেশের মুখোমুখি হয়েছিল। প্রথম ইনিংসে অনুষ্টুপ মজুমদারের দুরন্ত শতরানের ভর করে ৪০৯ রানে বোর্ডে তুলেছিল বাংলা। জবাবে তৃতীয় দিনের শেষে ভুঁইয়ের…