লিভারপুলের প্লেয়ারকে কনুইয়ের গুঁতো, নির্বাসিত লাইন্সম্যান, তোলপাড় ইংলিশ ফুটবল
কোন বিপক্ষ দলের প্লেয়ার নন। বরং সহকারী রেফারি সজোরে বিপক্ষের প্লেয়ারকে কনুই দিয়ে মেরে বিতর্কে জড়িয়েছেন। এই নিয়য়ে তোলপাড় ইংলিশ ফুটবল। ভাবছেন এ আবার কেমন আজব ঘটনা! এমনটাই ঘটেছে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল বনাম আর্সেনাল ম্যাচে। রুদ্ধশ্বাস ম্যাচের প্রথমার্ধের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ঘটে অভাবনীয় এই ঘটনাটি। লিভারপুল খেলোয়াড় অ্যান্ডি রবার্টসন অভিযোগ করেন, ম্যাচের সহকারী রেফারি কনস্ট্যান্টাইন হাজিতদাকিস তাঁকে কনুই দিয়ে সজোরে মেরেছেন। আর তার জেরে শাস্তি পেতে হচ্ছে লাইন্সম্যানকে। আসল ঘটনা, অ্যানফিল্ডে রেফারির প্রথমার্ধের বাঁশি বাজানোর পরেই…