‘কিঁউকি সাস ভি কভি বহু থি’ পর্দায় ফিরতেই টিআরপি টপার ‘অনুপমা’-র সঙ্গে তুলনা, স্মৃতি ইরানির জনপ্রিয় শো নিয়ে এ কী বললেন রূপালি?
Kyunki Saas Bhi Kabhi Bahu Thi: টেলি টক ইন্ডিয়া-র সঙ্গে আলাপচারিতায় নিজের মত প্রকাশ করেছেন অভিনেত্রী। এই তুলনা টানার বিষয়টি একেবারেই ঠিক নয় বলে জানিয়েছেন তিনি। বেশ কয়েক বছর পর আবারও ছোট পর্দায় প্রত্যাবর্তন করেছে সকলের প্রিয় ধারাবাহিক ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’। স্বাভাবিক ভাবেই এই ডেলি সোপকে ঘিরে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। নস্ট্যালজিয়ায় ভাসছেন অনেকেই। তবে কেউ কেউ আবার স্টার প্লাস-এর সাম্প্রতিক চার্ট-টপার ‘অনুপমা’ ধারাবাহিকের সঙ্গে এর তুলনা টানতে শুরু করেছেন। কিন্তু এবার সেই সমালোচনার প্রসঙ্গে নীরবতা ভেঙে…

