কাঁচাপাকা চুল-দাড়ি, সন্ন্যাসীর ছদ্মবেশের আড়ালে এই নায়িকাকে চিনতে পারছেন?
কলকাতা: ধারাবাহিকে ছদ্মবেশ নতুন নয়। শুধু বিভিন্ন চরিত্রই নয়… নারী থেকে পুরুষের ছদ্মবেশ নেওয়াও এখন ধারাবাহিকের গল্পে জলভাত। তবে সেই ছদ্মবেশে যদি খোদ নায়িকাকেই চেনা না যায়? তখন? সদ্য সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল হয়ে গিয়েছে এক ‘সন্ন্যাসী’-র ছবি। উদাস চোখে, আধশোয়া হয়ে তিনি তাকিয়ে রয়েছেন দূরের দিকে। কাঁচাপাকা চুল-দাড়ি, অবিন্যস্ত ছড়িয়ে রয়েছে চোখে-মুখের চারিদিকে। তবে অনেকেই এই ছবি স্ক্রোল করে এগিয়ে গিয়েছেন। ভেবেছেন কোনও সাদামাটা সন্ন্যাসীর ছবি। এতটাই নিখুঁত সেই মেকআপ! তাহলে এই চুল-দাড়ির পিছনে যিনি লুকিয়ে রয়েছেন, তিনি…