জিমেইল নিয়ে রসিকতা করেছিল গুগল! আজ থেকে ২০ বছর আগে ঘটেছিল যে বিস্ময়কর ঘটনাটি
ব্যস্ততার জীবনে একদিন একটু অট্টহাসি হয়ে যাক! শুরু থেকেই গুগলও তাই হাসাতে ভালোবাসে। গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন প্র্যাঙ্ক করতে খুব পছন্দ করতেন, কোম্পানি শুরু করার কিছু দিন যেতে না যেতেই, তাঁরা প্রতি এপ্রিল ফুল দিবসে মানুষকে শুরু করেছিলেন। গুগল এদিন এমন কিছু কথা কিংবা আপডেটের কথা বলে যে মানুষ বুঝতেই পারেন না, বোকা বানানো হচ্ছে তাঁদের। অবশেষে যখন বোঝেন তখন অনেক দেরি হয়ে যায়, এপ্রিল ফুল হয়ে যান। এক বছর তো, গুগল চাঁদে কোপার্নিকাস গবেষণা কেন্দ্রের…