AR Rahman’s Communal Remark Controversy: ‘করুণা করা ওঁর মানায় না’! রহমানের কমিউনাল মন্তব্যে এবার বিস্ফোরক বিতর্কিত তসলিমা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এআর রহমানের ‘সাম্প্রদায়িক’ মন্তব্যে (AR Rahman’s Communal Remark Controversy) বিতর্কের আগুন জ্বলছে দেশ জুড়ে। ভারতীয় সংগীতের মায়েস্ত্রো বলেছেন যে, সাম্প্রতিক বছরগুলিতে হিন্দি সিনেমায় তাঁর কাজের গতি কমেছে। পরিবর্তিত রিস্থিতির জন্য তিনি বলিউডে ‘ক্ষমতার পালাবদলকে’ দায়ী করেছেন! তাঁর মতে সম্ভবত ‘সাম্প্রদায়িক বিষয়’ হতে পারে। অনেকেই মুখ খুলেছেন জাভেদ আখতার (Javed Akhtar) থেকে শুরু করে লেজলি লুইস (Leslie Lewis) এবং হরিহরণ-সহ (Hariharan) বলিউডের অনেকেই রহমানের মন্তব্য নিয়ে তাঁদের মতামত জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় বহু আলোচনার পর রহমান…
