কয়েক ঘণ্টার অপেক্ষা, আর্টেমিস ১ মিশনের চন্দ্র যাত্রা শুরু, উৎক্ষেপণ আজকে
#ওয়াশিংটন ডিসি: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, আর্টেমিস ১ মিশনের চন্দ্র যাত্রা শুরু হতে চলেছে। ভারতীয় সময় সন্ধ্যা ৬টা নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রের কেপ কানেরিভাল স্পেস স্টেশন লঞ্চ প্যাড ৩৯ বি থেকে নাসার ওরিয়ন রকেট উৎক্ষেপণ হবে। আবহাওয়ার পূর্বাভাস বলছে আকাশ প্রধানত পরিষ্কার থাকবে, ৭০% সুযোগ থাকবে সফল উৎক্ষেপণের। এই মুহূর্তের অপেক্ষা করছে গোটা বিশ্ব। শেষবার নাসার পাঠানো সফল অ্যাপোলো চন্দ্রাভিযানের ৫০ বছরের পূর্তিতে নাসার এই অভিযান – যার নাম রাখা হয়েছে আর্টেমিস ১। এই অভিযানের মূল উদ্দেশ্য দুটি — ১. …