Zubeen Garg’s funeral: ‘অরুণই আমার মুখাগ্নি করবে…’, জুবিনের এই ‘উত্তরাধিকারী’ আসলে কে?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চোখের জলে যখন গোটা অসম (Assam) প্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গের শেষকৃত্যে (Zubeen Garg’s funeral) প্রিয় গায়ককে বিদায় জানাচ্ছিল, তখন সবার নজর ছিল অরুণ গর্গের (Arun Garg) দিকে। জুবিনের বোন পালমী বোরঠাকুর এবং পারিবারিক বন্ধু রাহুল গৌতম শর্মার সঙ্গে তিনিই জুবিনের চিতায় আগুন দিচ্ছিলেন। অনেকেরই প্রশ্ন কে এই অরুণ? অরুণের জীবনকাহিনী শুনলে অবাক হবেন অনেকেই। অরুণ সাঁচানি নামে পরিচিত এই যুবক আসলে শিবসাগরের ডউলবাগান এলাকার চা উপজাতি সম্প্রদায়ের। ছোটবেলা থেকেই তিনি জুবিনকে আদর্শ হিসেবে মানতেন।…

)