James Webb Telescope: আগামী দিনে মানুষকে আরও কী উপহার দিতে পারে জেমস ওয়েব টেলিস্কোপ?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সৃষ্টির আদিকালের ছবি ধরে দিয়েছে জেমস ওয়েব টেলিস্কোপ। যা দেখে বিস্মিত, মুগ্ধ, স্তম্ভিত বিশ্ববাসী। সৃষ্টির রহস্যসৌন্দর্যে নতুন করে মন মজেছে বিশ্বের– সাধারণ মানুষ থেকে বিজ্ঞানীর। তবে পাশাপাশি জেমস ওয়েব টেলিস্কোপ নিয়েও কৌতূহলের অন্ত নেই। প্রচুর চর্চা হচ্ছে, এই টেলিস্কোপ নিয়ে। গভীর মহাকাশের গোপন রহস্যের ছবি পাঠানো এই টেলিস্কোপটির কার্যকারিতা নিয়ে নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদনই প্রকাশ করে ফেলেছে। কী সেগুলি? জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাহায্যে আগামি দিনে কী কী জানা সম্ভব হবে, তা লেখাটিতে…