‘কিসি শায়ের কী গজল’! কিশোর কুমারের জন্মদিনে গানে গানে শ্রদ্ধা আয়ুষ্মান খুরানার!
মুম্বই: ৪ অগাস্ট কিশোর কুমারের জন্মদিন! এই দিনটা অনেকের কাছেই একটি বিশেষ দিন। কিশোর কুমারের গানের ভক্ত গোটা বিশ্ব জুড়েই আছে। এই দিন সকলেই তাঁকে নানা ভাবে শ্রদ্ধা জানান। সচিন তেন্দুলকর থেকে শুরু করে বলিউডের বহু তারকা আজ গায়কের জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন। তেমনই কিশোর কুমারকে গানে গানে শ্রদ্ধা জানালেন আয়ুষ্মান খুরানা! সামনেই মুক্তি পাবে আয়ুষ্মান ও অনন্যা পাণ্ডে অভিনীত ছবি ‘ড্রিম গার্ল ২’! শুরু হয়েছে তার প্রোমোশনও! এসবের মধ্যেই কিশোর কুমারের জন্মদিনে এমন একটি গান গাইলেন যা ‘ড্রিমগার্ল’-এর সঙ্গে…