কিশোর কুমার কে, জানতেনই না আলিয়া! খোলসা করলেন স্বামী রণবীর
নয়াদিল্লি: একছাদের নীচে থাকতে গিয়ে পরস্পরকে নতুন করে আবিষ্কার করেন স্বামী-স্ত্রী। পরস্পরের থেকে অনেক কিছু শেখেনও তাঁরা। এক্ষেত্রে ব্যতিক্রম নন তারকা দম্পতিরা, যার প্রমাণ দিলেন অভিনেতা রণবীর কপূর। জানালেন, কিশোর কুমার কে, তা জানতেনই না আলিয়া ভট্ট। কিংবদন্তি সঙ্গীতশিল্পী সম্পর্কে তাঁর কাছ থেকেই প্রথম জানতে পারেন আলিয়া। (Ranbir Kapoor) ৫০তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IIFI)-এ অংশ নিয়েছিলেন রণবীর। সেখানে তাঁর ঠাকুরদা রাজ কপূরকে নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। IFFI-র মঞ্চেই আলিয়া সম্পর্কে এই তথ্য খোলসা করেন রণবীর। তিনি জানান,…





