কিশোর কুমার কে, জানতেনই না আলিয়া! খোলসা করলেন স্বামী রণবীর

কিশোর কুমার কে, জানতেনই না আলিয়া! খোলসা করলেন স্বামী রণবীর

নয়াদিল্লি: একছাদের নীচে থাকতে গিয়ে পরস্পরকে নতুন করে আবিষ্কার করেন স্বামী-স্ত্রী। পরস্পরের থেকে অনেক কিছু শেখেনও তাঁরা। এক্ষেত্রে ব্যতিক্রম নন তারকা দম্পতিরা, যার প্রমাণ দিলেন অভিনেতা রণবীর কপূর। জানালেন, কিশোর কুমার কে, তা জানতেনই না আলিয়া ভট্ট। কিংবদন্তি সঙ্গীতশিল্পী সম্পর্কে তাঁর কাছ থেকেই প্রথম জানতে পারেন আলিয়া। (Ranbir Kapoor)

৫০তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IIFI)-এ অংশ নিয়েছিলেন রণবীর। সেখানে তাঁর ঠাকুরদা রাজ কপূরকে নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। IFFI-র মঞ্চেই আলিয়া সম্পর্কে এই তথ্য খোলসা করেন রণবীর। তিনি জানান, প্রথম যখন আলাপ হয় তাঁদের, আলিয়া জানতেন না কিশোর কুমার কে। কিংবদন্তি শিল্পী সম্পর্কে তিনিই আলিয়াকে অবগত করান। (Alia Bhatt)

রণবীরের মতে, সময়ের সঙ্গে পুরনো দিনের শিল্পীদের ভুলে যান সাধারণ মানুষ। চলচ্চিত্র জগতে তাঁদের অবদান সম্পর্কে বিস্মৃত হয়ে যান সকলেই। সেই সময়কার সিনেমা, সেই সময়কার সৃষ্টি অতীতের গর্ভে হারিয়ে যায়। তাই রাজ কপূরকে নিয়ে যে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করেছে IFFI, তা আজকের প্রজন্মের জন্য অত্যন্ত জরুরি।

রণবীরের বক্তব্য, “জীবনচক্র হয়ত এমনই। মানুষকে ভুলে যাই আমরা। নতুন শিল্পীরা উঠে আসেন, বিস্মৃতির অতলে তলিয়ে যান পুরনো দিনের শিল্পীরা।” ১৩ থেকে ১৫ ডিসেম্বর IFFI-তে রাজকপূরের ছবি দেখানো হবে। সেই নিয়ে রণবীর জানান, অভিনেতার চেয়ে চিত্রপরিচালক রাজ কপূরের প্রতি তাঁর অনুরাগ বেশি। আজকের প্রজন্ম যাতে তাঁকে চিনতে পারে, তাঁর শিল্পীসত্ত্বাকে বুঝতে পারে, তাই IFFI-র উদ্যোগকে সাধুবাদ জানান রণবীর।

মেয়ে রাহাকেও যে তিনি রাজ কপূর সম্পর্কে অবগত করাচ্ছেন, তাও জানান রণবীর। রণবীর জানিয়েছেন, মেয়ে রাহাকে প্রথম রাজ কপূরের গানই শোনান তিনি। ‘আনাড়ি’ ছবির ‘কিসি কি মুস্কুরাহাটো পে’ গানটিই রাহার শোনা প্রথম গান। রণবীর জানান, ওই গানের কথা গুলি অত্যন্ত সহজ-সরল। অথচ ওই জীবনদর্শন একেবারে আদর্শ। আগামী প্রজন্ম সেই সময়কার শিল্পকর্ম কতটা বুঝতে পারবে, আদৌ বোঝার সুযোগ পাবে কি না, সেই নিয়ে উদ্বেগও প্রকাশ করেন রণবীর।

তিন বছরের দাম্পত্য আলিয়া এবং রণবীরের। তাঁদের এক মেয়েও রয়েছে, রাহা। রণবীর এই মুহূর্তে সাই পল্লবীর সঙ্গে ‘রামায়ণ’ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত। সঞ্জয় লীলা বনশালীর ‘Love & War’ ছবির কাজও শুরু হয়েছে। ছবিতে রয়েছেন ভিকি কৌশল এবং আলিয়াও। এর পর সঞ্জয় রেড্ডি ভাঙ্গার সঙ্গে ‘Animal Park’ ছবির কাজও শুরু করবেন রণবীর।

(Feed Source: abplive.com)