জুবিনের মৃত্যু, সেফের ওপর হামলা, খুনের হুমকি সলমনকে! বিনোদন দুনিয়া যে সব ঘটনায় তোলপাড় হল বছরভর
কলকাতা: সম্পর্ক আর বিতর্ক তো রয়েছেই, তবে চলতি বছরে বারে বারে প্রশ্নের মুখে পড়েছে রুপোলি পর্দার নিরাপত্তা! কখনও প্রথম সারির তারকার ওপর ছুরি দিয়ে হামলা তো কখনও আবার তারকাকে বারে বারে খুনের হুমকি। কোথাও আবার, বিনোদন দুনিয়ার আকাশ থেকে অকালে তারা খসে পড়া, যা ভুলবে না অনুরাগীরা। এক ঝলকে ফিরে দেখা যাক.. রুপোলি পর্দার অন্দরে কোথায় কোথায় জমাট বেঁধে রইল দুঃস্বপ্নের কালো মেঘ! জন নায়কের জনসভায় মৃত্যু-মিছিল বিগ স্ক্রিনে জন নায়গন মুক্তি আগেই রাজনীতির মঞ্চে জন নায়কের ভূমিকায় ট্র্যাজেডির…


