Salman Rushdie: অদম্য জীবনীশক্তি, সাহস ও সৃজনশীলতার জন্য জার্মান বুক ট্রেড পুরস্কারে ভূষিত রুশদি…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তাঁর মাথার দাম ধার্য হয়েছিল। সরাসরি খুনের হুমকি ছিল। ভয়ে কুঁকড়ে যাননি। তাঁর সঙ্গে বছরের পর বছর যা হয়েছে, তাতে ১০০ জনের মধ্যে নিরানব্বই জনই গুটিয়ে যান। কিন্তু তিনি যে অন্য ধাতুতে গড়া তা বোঝা গিয়েছে তখনই। আরও বোঝা গেল সম্প্রতি। অডিটোরিয়ামের দাঁড়িয়ে কথা বলছিলেন তিনি। হঠাৎই এক আততায়ী এসে ছুরি হাতে ঝাঁপিয়ে পড়ল তাঁর উপর। রক্তারক্তি কাণ্ড, প্রাণ সংশয় ঘটার মতোই আক্রমণ। কিন্তু এ-যাত্রাও তিনি বাঁচলেন। অদম্য তাঁর শক্তি, দুর্দমনীয় তাঁর সৃষ্টিশীলতাও। এত…