লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাতে খুন বাবা সিদ্দিকি? সলমন খানের বাড়ির বাইরে বাড়ল নিরাপত্তা
মুম্বই: দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (অজিত পওয়ার) নেতা বাবা সিদ্দিকি। এই ঘটনাতেও ফের জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম উঠে এল। মুম্বই পুলিশ যে দু’জনকে গ্রেফতার করেছে, তারা লরেন্সের গ্যাংয়ের সদস্য বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, বাবা সিদ্দিকিকে খুনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল মাসখানেক আগেই। গত ২৫-৩০ দিন ধরে রেকি করে তারা। শেষ পর্যন্ত শনিবার রাতে গুলি করে খুন করে বাবা সিদ্দিকিকে। রাজনৈতিক মহল বেশ প্রভাবশালী ছিলেন তিনি। ফলে এই ঘটনায় মায়ানগরীর পরিবেশ থমথমে। অভিনেতা সলমন…