Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
‘বাবরি’ নির্মাণকাজের শুরু হওয়ার আগেই দোকান খোলার হিড়িক! মসজিদের জন্য ট্রাঙ্ক-বস্তায় আসছে কোটি
‘বাবরি’ নির্মাণকাজের শুরু হওয়ার আগেই দোকান খোলার হিড়িক! মসজিদের জন্য ট্রাঙ্ক-বস্তায় আসছে কোটি

সন্দীপ সরকার এবং পার্থপ্রতিম ঘোষ, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে হুমায়ুন কবীরের প্রস্তাবিত ‘বাবরি’ মসজিদের নির্মাণকাজ এখনও শুরু হয়নি। তারমধ্যেই সেই চত্বরে জাতীয় সড়কের দু’পাশে দেখা গেল দোকান খোলার হিড়িক! অন্যদিকে, শনিবারই, বহরমপুরের বানজেটিয়ায়, বিজেপি নেতা শাখারভ সরকারের নেতৃত্বে হয় রামমন্দিরের শিলাপুজো। মঙ্গলবার, ভারত সেবাশ্রম সঙ্ঘের বেলডাঙা শাখার প্রধান কার্তিক মহারাজের সঙ্গে দেখা করতে যান তিনি। মন্দির সংক্রান্ত বিষয়ে পরামর্শ নেন। মুর্শিদাবাদে হুমায়ুন কবীরের প্রস্তাবিত ‘বাবরি’ মসজিদের সবে শিলান্যাস হয়েছে। নির্মাণকাজ এখনও শুরু হয়নি। আর তাতেই এই জায়গাটার চেহারা বদলে গেছে। ভিড়…

Read More