‘দানব চলে গেছেন’, বাংলাদেশে সরকার ফেলে দেওয়ার ‘কৃতিত্ব’ কাদের দিলেন ইউনূস ?
v নয়াদিল্লি : শেখ হাসিন্দার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের মাধ্যমে গর্জে ওঠায় ছাত্রদের প্রশংসায় ভরিয়ে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস। রবিবার রাতে ছাত্রদের সঙ্গে দেখা করার পর তিনি বলেন, “এব্যাপারে কোনও সন্দেহ নেই যে ছাত্রদের বিপ্লবের জেরেই পুরো সরকার ভেঙে পড়ে।” ছাত্রদের সঙ্গে কথোপকথনের কথা স্মরণ করে ইউনূস বলেন, “আমি বলেছি (ছাত্রদের) যে আমি তোমাদের সম্মান করি…প্রশংসা করছি। তোমরা যেটা করেছ সেটার কোনও তুলনা হয় না। আর তোমরা নির্দেশ দেওয়ায় (অন্তর্বর্তী প্রশাসনের দায়িত্ব নেওয়ার) আমি তা গ্রহণ করেছি।”…