‘Shoot on Sight’ অর্ডার বাংলাদেশে, মৃত বেড়ে ১১৫, কার্ফু চলাকালীনই সরকারি ছুটির ঘোষণা হাসিনার
ঢাকা: সংরক্ষণ বিরোধী আন্দোলনের উত্তাপ লাগাতার বেড়েই চলেছে। শনিবার সন্ধে পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১৫। সেই আবহেই বাংলাদেশ পুলিশকে ‘শ্যুট অন সাইট’-এর নির্দেশ দিল শেখ হাসিনার সরকার। শুক্রবার থেকে কার্ফু জারি হয়েছে গোটা দেশে। রবিবার সকাল পর্যন্ত কার্ফু জারি থাকার কথা। সেই আবহে ২১ এবং ২২ জুলাই, দু’দিনের সরকারি ছুটিরও ঘোষণা করা হল। (Bangladesh Situation Updates) সংরক্ষণ বিরোধী আন্দোলন ঘিরে পরিস্থিতি থিতিয়ে আসার কোনও লক্ষণ এই মুহূর্তে চোখে পড়ছে না। গোটা দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হলেও, সমাজবাধ্যমে…