Miss Universe 2025: তাঁর রক্তে ভারতীয় মা-বাবার রক্ত বইছে, থাইল্যান্ডের প্রতিযোগীর মাথায় ফার্স্ট রানার্স আপের মুকুট, ডিভোর্স থেকে একাধিবার চেষ্টা দমাতে পারেনি প্রবীনারকে
Miss Universe 2025: ভারতের প্রতিযোগী পারলেন না, কিন্তু থাইল্যান্ডের ভারতীয় বংশোদ্ভুত এনে দিলেন গর্ব, মিস ইউনিভার্স প্রতিযোগিতার প্রবীনারকে চিনে নিন : মিস ইউনিভার্সের ৭৪তম আসর বসেছিল থাইল্যান্ডের পাক ক্রেটের ইমপ্যাক্ট অ্যারেনায়৷ দারুণ উত্তেজনা, উন্মাদনার মধ্যে দিয়ে আসর ঠিক করে শেষ হয়েছে। লম্বা প্রতীক্ষা, ইন্টারভিউ, সুইমস্যুটে লাস্যপূর্ণ শরীরি বিভঙ্গ, জাতীয় পোশাক এবং সান্ধ্যকালীন গাউন উপস্থাপনার পর, বিশ্ববাসী বহু প্রতীক্ষিত মিস ইউনিভার্স ২০২৫-এর মুকুটের সিদ্ধান্ত হয়ে গেছে দেখতে পেল৷ Photo-Collected মিস থাইল্যান্ড, প্রবীনার সিং ফার্স্ট রানার-আপ হয়েছেন তিনি৷ ভারতীয় প্রতিযোগী জয়পুরের…


