অবশেষে রাজ্য সরকারি সংস্থার চাকরির পরীক্ষায় বাধ্যতামূলক বাংলা, বরাদ্দ ১০ মার্কস
রাজ্য বিদ্যুৎ দফতরের অধীনস্ত কোম্পানি WBSEDCL-এর চাকরির লিখিত পরীক্ষায় ৮৫ নম্বরের মধ্যে ১০ নম্বরের বাংলা ভাষার পরীক্ষা বাধ্যতামূলক করা হল। এই সংস্থার চাকরির পরীক্ষায় বাংলাকে বাধ্যতামূলক করার জন্যে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিল বাংলা পক্ষ। এই আবহে WBSEDCL-এর চাকরির লিখিত পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক হওয়ার বিষয়টিকে তাই নিজেদের জয় হিসেবেই দেখছে বাংলা পক্ষ। এদিকে বাংলার জন্যে পরীক্ষায় বরাদ্দ নম্বর মাত্র ১০ হলেও গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ১০ মার্কসেই ৪ নম্বর পেয়ে পাশ করা বাধ্যতামূলক। এছাড়াও দু’জন পরীক্ষার্থীর একই নম্বর হলে…