Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Gita in Pakistan: হঠাত্ কী হল! ভগবত গীতা-মহাভারত পড়ানো শুরু করছে পাকিস্তান
Gita in Pakistan: হঠাত্ কী হল! ভগবত গীতা-মহাভারত পড়ানো শুরু করছে পাকিস্তান

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অনেক দেরিতে বোধদয়। পাকিস্তানে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরছে সংস্কৃত ভাষা। লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্স চালু করেছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের একটি কোর্স। তিন মাসের ওই ভাষার কোর্সের ব্যাপারে প্রবল উত্সাহ দেখিয়েছেন পড়ুয়া ও স্কলাররা। পড়ুয়ারা সপ্তাহের শেষের ওই কোর্সে সংস্কৃত শিখছেন, নিজের মধ্যে এনিয়ে আলোচনা করছেন। ভারতীয় টিভি সিরিয়াল মহাভারত-এর একটি অংশও উর্দু ভাষায় অনুবাদ করিয়ে দেখানো হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আলি ওসমান কাসেমি এক পাক সংবাদ পত্রে বলেন, সংস্কৃত অত্যন্ত ঋদ্ধ একটি ভাষা। পঞ্জাব বিশ্ববিদ্যালয়ে…

Read More