ফেসবুকে পেজ হ্য়াক আসলে ছবির প্রচার! অরিত্রর নতুন চমক নিয়ে হাজির শিবপ্রসাদ-নন্দিতা
কলকাতা: সকাল থেকেই হঠাৎ সোশ্যাল মিডিয়া সরগরম। উইন্ডোজ প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত অনেকেই শেয়ার করে নিয়েছিলেন এই খবর। অন্ধকার প্রোফাইল পিকটার, ডিটেলস-এও লেখা যাবতীয় অর্থহীন কিছু শব্দ। উইন্ডোজ প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছিল, হ্যাক হয়ে গিয়েছে তাঁদের সংস্থার ফেসবুক পেজটি। আর সেই কারণেই ডিপি উড়ে গিয়েছে। চলে এসেছে অর্থহীন সব লেখা। তবে এই বিষয়ে উইন্ডোজ-এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও, কোনও উত্তর মেলেনি। রহস্যের জট খুলল সন্ধেবেলা। হ্যাক নয়.. এ নিছকই তাঁদের নতুন ছবির প্রচার। ফের নতুন…

