ট্র্যাক্টর নেই তো কী! সাইকেল তো আছে! দু’চাকার যানের মাধ্যমেই হচ্ছে জমি চাষ
পটনা: কাজ করতে গেলে নানা সমস্যা এসেই থাকে। আর সেই সমস্যাগুলি পিছনে ফেলে এগিয়ে গিয়ে কাজ সম্পূর্ণ করাটাই আসল সাফল্য। প্রয়োজন হলে এর জন্য নতুন নতুন পন্থারও উদ্ভাবন করে থাকে বহু মানুষ। তেমনই এক কাজ করে রীতিমতো নজির গড়লেন বিহারের সহরসা জেলার কৃষক দীনেশ কুমার যাদব। এমনকী, তাঁকে দেখে শিখছেন আশপাশের জমির কৃষকরাও। কিন্তু কী এমন করেছেন দীনেশ? আসলে ওই জেলার সৌরবাজার ব্লক এলাকার বৈজনাথপুর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীনেশের নিজের জমি চাষ করার জন্য প্রয়োজন হয় ট্র্যাক্টরের। এর জন্য…