সাধারণ সাইকেল বদলে ফেলুন ই-সাইকেলে! রইল কাঁচামাল, খরচাপাতির হিসাব
DIY E-Cycle: ভারতে ইলেকট্রিক সাইকেলের চাহিদা বাড়ছে। গ্রাম-মফস্বলের রাস্তাঘাটে মাঝে মধ্যেই ইলেকট্রিক সাইকেলের দেখা মিলছে। সাধারণ সাইকেলেই মোটর বসাচ্ছেন অনেকে। আর তাতে বসেই প্যাডেল না করেই চোঁ-চোঁ করে যাচ্ছেন আরোহীরা। সেই দেখে কি আপনারও মনে কৌতূহল জাগে? এমন কীভাবে হল জানতে ইচ্ছা করে? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। ভাল কোম্পানির ই-সাইকেল কিনতে গেলে এখন প্রায় ৩০ হাজার টাকা খরচ পড়বে। এই সাইকেলগুলিতে সাধারণত ৩০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেয়। কিন্তু সাধারণ সাইকেলই বৈদ্যুতিক সাইকেলে বদলে নিতে পারেন। আর সেটা করতে…