জল দিয়ে চলবে বাইক, তাতে থাকবে না হ্যান্ডেল! রয়েছে আরও চমক
বাঁকুড়া: ২০১৮ সালে দরকারে বাইক কিনতে একটি বিখ্যাত গাড়ি প্রস্তুতকারক সংস্থার শোরুমে গিয়েছিলেন শুভেন্দু কুচল্যান। কিন্তু সেখানে গাড়ির বিশাল দাম দেখে না কিনেই ফিরে আসতে হয়েছিল কেঞ্জাকুরার শুভেন্দুকে। তবে হাল ছেড়ে দেননি এরপর বাড়িতেই নিজের চেষ্টায় তৈরি করেন সাইকেল বাইক। তার এই আবিষ্কার সবাইকে তাক লাগিয়ে দেয়। কারণ পেট্রল, ডিজেলের পাশাপাশি কেরোসিন তেলেও চলে এই নতুন ধরনের বাইক। এই বাইক তৈরি করে রাজ্য স্তরে পুরস্কারও পান শুভেন্দু। সেই তিনিই আবার নতুন চমক দিতে চলেছেন। জল এবং জয়স্টিক দিয়ে চালানো…