জুতো থেকে তৈরি হবে বিদ্যুৎ! রাস্তায় হাঁটতে হাঁটতে চার্জ হবে মোবাইল, ল্যাপটপ!
নয়া দিল্লি: গুপি-বাঘাকে ভূতের রাজা দিয়েছিল আশ্চর্য জুতো জোড়া। পায়ে দিয়ে হাতে হাতে তালি দিলেই ‘যেথায় খুশি যাইতে পারি’…। বাস্তবে ভূতের রাজার দেখা পাওয়া মুশকিল। কিন্তু তাতে কী! প্রযুক্তি তো রয়েছে। এবার সেই প্রযুক্তির হাত ধরেই জুতোর জোরে চার্জ হয়ে যাবে মোবাইল, এমনকী ল্যাপটপও। মোবাইল, ল্যাপটপ হোক বা স্মার্টওয়াচ—নিয়মিত ব্যবধানে চার্জিং করতেই হয় তাদের ব্যাটারি। নইলে সব অচল। অথচ, আমরা অনেকেই তাড়াহুড়ো করে সামান্য চার্জ হলেই গ্যাজেট নিয়ে বেরিয়ে পড়ি। মাঝরাস্তায় বিপত্তিও বাধে। ব্যাটারি কমতে কমতে গ্যাজেট বন্ধও হয়ে যেতে…