‘১০ কেজি ওজন বাড়ানো কঠিন ছিল’, রংবাজ ৩’-এ ভিনীতের বডি ট্রান্সফর্মেশন অবাক করবে আপনাকেও
মুম্বইঃ রংবাজ ৩-এর (Ranzbaaz 3) জন্য নিজেকে পুরো বদলে ফেললেন অভিনেতা ভিনীত কুমার সিং (Vineet Kumar Singh) । রংবাজ ৩-এর জন্য ভিনীত কুমার সিংয়ের অসাধারণ বডি ট্রান্সফর্মেশন আপনাকেও অবাক করবে। তবে শুধুই রংবাজ ৩ নয়, চলতি বছরে একের পর এক ছবিতে অভিনয় করতে দেখা যাবে বলিউডের এই দক্ষ অভিনেতাকে। মুক্কাবাজে তার দুর্দান্ত অভিনয় ছাড়াও, গুঞ্জন সাক্সেনার সেনা বাহিনীর পাইলট ভূমিকাও মনে রাখার মত বলিউডে একের পর এক ছবিতে নজর কেড়েছেন অভিনেতা ভিনীত কুমার সিং। মুক্কাবাজে তার দুর্দান্ত অভিনয় ছাড়াও,…