বর্ডার ২ থেকে ‘বাদ’! সানি দেওল, বরুণ ধাওয়ানকে নিয়ে কী বললেন সুনীল শেট্টি?
সেটা ছিল ১৯৯৭ সাল, সেবছরই মুক্তি পায় ‘বর্ডার’। বলিউডের এই ছবি ছিল ব্লকবাস্টার। সেই ছবিটি শুধুমাত্র দর্শকদের মন জয় করেনি, বক্স অফিসেও জমিয়ে ব্যবসাও করেছিল। আর এবার আসছে বর্ডার ২, যেখানে দেখা যাবে সানি দেওল, বরুণ ধাওয়ান ও দিলজিৎ দোসাঞ্জকে। এছাড়াও থাকছেন আহান শেট্টি। নাহ বর্ডার ২তে আর দেখা যাবে না অভিনেতা সুনীল শেট্টিকে। তাই এবিষয়ে কী বলছেন সুনীল? সম্প্রতি সুনীলকে জিগ্গেস করা হয়েছিল, যে বর্ডার ২র অংশ না হতে পারার কারণে কি তাঁর কোনও খারাপ লাগা আছে? এবিষয়ে…



