Suniel Shetty: ‘শুয়ে পড়ো, না হলে গুলি করব’, আমেরিকায় পুলিসের হাতে আটক সুনীল শেট্টি…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়েদার জঙ্গিরা দুটি বিমান ছিনতাই করে আছড়ে ফেলে নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের (World Trade Centre) টুইন টাওয়ারে। আরেকটি বিমান আছড়ে পড়ে পেন্টাগনে। হামলা হয় পেনসিলভেনিয়াতেও। হামলায় প্রাণ হারায় প্রায় ৩ হাজার মানুষ, আহত হয় প্রায় ২৫ হাজার মানুষ। ইতিহাসের সবচেয়ে ভয়ংকর এই জঙ্গি হামলা, ৯/১১ (9/11 Attack) নামেও পরিচিত। আজ থেকে প্রায় ২৪ বছর আগের সেই হামলার সময়ে লস অ্যাঞ্জেলেসে শুটিং করছিলেন সুনীল শেট্টি (Suniel Shetty)। দুভার্গ্যক্রমে, সেই দিন…