মুম্বই: শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ক্রিকেটার কে এল রাহুল (K L Rahul) এবং বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টি (Athiya Shetty)। বিভিন্ন সূত্রে খবর এমনটাই। কিন্তু এখনও পর্যন্ত অফিশিয়ালি জানা যায়নি যে, কবে তাঁদের বিবাহ সম্পন্ন হবে। এর আগে এই প্রসঙ্গে বেশ কয়েকবার মুখ খুলেছেন বলিউড তারকা সুনীল শেট্টি (Suniel Shetty)। আর আজ ফের এই প্রসঙ্গে কথা বললেন। এবং চমকদার তথ্যও দিলেন।
রাহুল – আথিয়ার বিয়ের প্রসঙ্গে সুনীল শেট্টি-
সম্প্রতি ক্রাইম থ্রিলার ‘ধারাবি ব্যাঙ্ক’-এর লঞ্চ ইভেন্টে উপস্থিত ছিলেন সুনীল শেট্টি। সেখানেই তাঁকে কন্যা আথিয়ার সঙ্গে কে এল রাহুলের বিয়ের প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়। আর চটজলদি বড় তথ্য দিলেন অভিনেতা। প্রশ্ন করা মাত্রই তিনি বলে দেন যে, ‘খুব শীঘ্রই হবে’। বোঝাই যাচ্ছে, বিয়ের প্রস্তুতি চলছে জোরকদমে। এখন শুধু অফিশিয়ালি দিন ঘোষণার অপেক্ষা। আর দুই তারকার চার হাত এক হওয়ার অপেক্ষা।
প্রসঙ্গত, কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বলিউড অভিনেতা সুনীল শেট্টিকে তাঁর কন্যা আথিয়ার সঙ্গে কে এল রাহুলের বিয়ের বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। এতদিন পর্যন্ত সরাসরি রাহুল – আথিয়ার বিয়ে নিয়ে সেভাবে কোনও মন্তব্য করেননি অভিনেতা। বরং, ইঙ্গিতপূর্ণ মন্তব্য নানা সময়ই করেছেন। এবার স্পষ্ট করে জানিয়ে দিলেন যে, আগামী কিছুদিন কে এল রাহুলের ব্যস্ততা চূড়ান্ত রয়েছে। রাহুলের ব্যস্ততা কাটলেই বিয়ে হবে। সুনীল শেট্টি বলেন, ‘বাচ্চারা (কে এল রাহুল ও আথিয়া শেট্টি) সিদ্ধান্ত নিলেই হবে। রাহুলের আগামীতে টানা শিডিউল রয়েছে। ওদের যখনই ব্যস্ততা কাটবে, ওরা সময় পেলেই বিয়ে হবে। কারণ, একদিনে তো আর বিয়ে হয়ে যায় না।’ তিনি আরও বলেন, ‘এখন বাবা তো চায় যে, তার মেয়ের বিয়ে হয়ে যাক। কিন্তু রাহুলেরও তো ফাঁকা থাকাটা জরুরি। ওরাই সিদ্ধান্ত নিক কবে হবে। কারণ, আপনি ক্যালেন্ডার দেখবেন তো ভয় পেয়ে যাবেন। টানা শিডিউলের মধ্যে একদিন দুদিন ফাঁকা থাকছে। কিন্তু একদিনে কিংবা দুদিনে তো বিয়ে হয় না। তাই যখন সময় পাওয়া যাবে, তখন সমস্ত পরিকল্পনা হবে।’
(Feed Source: abplive.com)