ব্রিটিশ প্রাইম মিনিস্টার পদ থেকে ইস্তফা বরিস জনসনের
লণ্ডনঃ ব্রিটিশ প্রাইম মিনিস্টার পদ থেকে ইস্তফা বরিস জনসনের। ইস্তফা দিলেন ব্রিটিশ প্রাইম মিনিস্টার বরিস জনসন। উল্লেখ্য, কার্যত নিজের দলের সদস্যদের ক্ষোভের মুখেই বরিস জনসন। মন্ত্রিসভার একের পর এক সদস্যের পদত্যাগের চাপে এবার ব্রিটিশ প্রাইম মিনিস্টার পদ থেকে ইস্তফা সিদ্ধান্ত নিতে হল বরিস জনসনকে। অবশেষে পদত্যাগ করলেন ব্রিটিশ প্রাইম মিনিস্টার বরিস জনসন। মন্ত্রিসভার ৫০ সদস্যের পদত্যাগের পর পিছু হঠলেন বরিস জনসন। ‘দেশের স্বার্থে পদত্যাগ করুন’, বরিস জনসনকে জানিয়েছিলেন ট্রেজারি চিফ নাধিম জাওয়াহি। নিজের অফিসেই থাকবেন না নতুন দল নেতা…