Bubonic plague: ফিরে এল প্লেগ, কোটি কোটি মানুষের জীবন বিপন্ন!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফিরে এসেছে ১৪ শতকের ভয়াবহ ভাইরাস বুবোনিক প্লেগ। মানব দেহে মিলেছে বুবোনিক প্লেগ-র ভাইরাস। এবার আর চিন নয়, মার্কিন মুলুকেই হদিশ মিলেছে এই রোগের। ওরেগনের ওই আক্রান্ত ব্যক্তির পরিচয় প্রকাশ না করা হলেও, তাঁর চিকিৎসা চলছে বলে জানানো হয়েছে। বিড়াল থেকেই এ রোগটি সংক্রমিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ব্ল্যাক ডেথ নামের এই মহামারি মধ্যযুগে ইউরোপের জনসংখ্যার অন্তত এক তৃতীয়াংশ মানুষের মৃত্যুর কারণ ছিল। ডেসচুটস কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা গত সপ্তাহে একটি বিবৃতিতে জানিয়েছেন, ইউএস সেন্টার ফর ডিজিজ…