শীতে গাড়ি বের করার আগে ‘এই’ কাজগুলো অবশ্যই করুন, গাড়ি থাকবে ফিট
Car care- শীতকালে গাড়ির পরফরম্যান্স কমে যায়। এটা প্রমাণিত। তাই রাস্তায় বেরনোর আগে ৫টি জিনিস অবশ্যই দেখে নিতে হবে। কলকাতা: গাড়ি রাস্তায় বের করার আগে সবকিছু ঠিক আছে কি না, ভালভাবে দেখে নেওয়া উচিত। বিশের করে শীতকালে এমনটাই বলেন বিশেষজ্ঞরা। সেটা ক্লাচ ব্রেক, গাড়ির লাইট, স্টিয়ারিং হতে পারে কিংবা ইঞ্জিন অয়েল বা ব্যাটারি। শীতকালে গাড়ির পরফরম্যান্স কমে যায়। এটা প্রমাণিত। তাই রাস্তায় বেরনোর আগে ৫টি জিনিস অবশ্যই দেখে নিতে হবে। মাঝরাস্তায় গাড়ি বিগড়ে গেলে বিপদ। কাছেপিঠে মেকানিক পাওয়া গেলে…



