গাড়ির সাইলেন্সার থেকে জল পড়ছে? মিস্ত্রির কাছে যাওয়ার আগে জেনে নিন ব্যাপারটা কী
কলকাতা: গাড়ির সাইলেন্সার থেকে জল পড়ছে? এমন ঘটনায় অনেকেই চিন্তিত হয়ে পড়েন। তবে সাইলেন্সার দিয়ে জল পড়াকে ‘ইঞ্জিনের সুস্থতা’ হিসেবেই ধরা হয়। কিন্তু কেন এভাবে জল পড়ে সেটা বোঝা উচিত। সাইলেন্সার বা একজস্ট পাইপ দিয়ে জল পড়া সবসময় ভাল না কি কখনও কখনও সাবধান হওয়া উচিত, সেটাও জানতে হবে। ইঞ্জিন গরম থাকলে জলের ঘনীভবন: ইঞ্জিন গরম হয়ে গেলে জল এবং কার্বন ডাই অক্সাইডের মিশ্রণ তৈরি হয়। ইঞ্জিন ঠাণ্ডা হয়ে গেলে চেম্বার থেকে সেই গ্যাস বেরিয়ে যায়। সাধারণত সকালের দিকে…