উপসর্গ দেখলেই চিকিৎসা করান! হার্ট অ্যাটাক রুখতে কী পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা
#কলকাতা: হার্ট অ্যাটাক বা হার্ট ফেল উভয়েই আচমকা শিয়রে মৃত্যুর সমন নিয়ে আসে। ফলে সময় থাকতেই রোগ নির্ণয় করা গেলে নিরাময় যেমন সহজ হয় তেমনই মৃত্যুর ঘটনাও কমে আসে। এই লক্ষ্য নিয়েই কার্ডিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখা ‘ডিটেক্ট আর্লি, ট্রিট আর্লি’ শীর্ষক এক আলোচনার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিচী ট্রাস্টের প্রজেক্ট ডিরেক্টর কুমার রাণা, সোসাইটির অর্গানাইজিং চেয়ারম্যান ডক্টর অঞ্জনলাল দত্ত, আলোচনাচক্রের আয়োজক সচিব ডক্টর অরিজিৎ ঘোষ, সায়েন্টিফিক কমিটির প্রধান ডক্টর লিপিকা অধিকারী। আলোচনায় দেশ বিদেশের প্রায়…