৭৫ মাইক্রনের নিচে প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহারে জরিমানা,কবে থেকে কার্যকর নিয়ম?
#কলকাতা: প্লাস্টিক দূষণ কমাতে কড়া হাতে পদক্ষেপ করতে চলেছে প্রশাসন। ইতিমধ্যেই পুরসভার কাছে নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে। ৭৫ মাইক্রনের নিচে প্লাস্টিকের ক্যারি ব্যাগ তৈরি করা, মজুত করা, বিক্রি করা এবং ব্যবহার করা নিষিদ্ধ। ধরা পড়লে হতে পারে জরিমানা। অর্থাৎ কোনও ক্রেতাও যদি ৭৫ মাইক্রনের নিচে প্লাস্টিকের ক্যারি ব্যাগ নিয়ে যদি বাজার করেন তাহলে জরিমানা হবে তাঁরও। মন্ত্রী ও কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম জানান, “আমাদের পলিউসন কন্ট্রোল বোর্ডের নোটিফিকেশন অনুযায়ী পয়লা জুলাই থেকে কলকাতা-সহ সমস্ত আরবান এলাকায় ৭৫ মাইক্রনের নিচে…