Dhurandhar: তামান্না নয়, আমি ! ‘ধুরন্ধর’-এর গান নিয়ে মুখ খুললেন কৃষল…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউডে যখনই কোনও বড় বাজেটের ছবি মুক্তি পায়, তখন তার গান, কাস্টিং, কোরিওগ্রাফি নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলতেই থাকে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সুপারহিট ছবি ‘ধুরন্ধর’-এর জনপ্রিয় গান ‘শরারত’ ঘিরে এমনই এক বিতর্কে মুখ খুললেন অভিনেত্রী কৃষল ডিসুজা। গুঞ্জন ছিল, এই গানে মূলত তামান্না ভাটিয়াকে নেওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তাঁকে বাদ দিয়ে কৃষলকে নেওয়া হয়। এই প্রসঙ্গে কৃষল জানালেন, ‘যা কারও ভাগ্যে লেখা থাকে, সেটাই হয়।’ রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ ছবির ‘শরারত’ গানটি মুক্তির পর থেকেই…

)