Bengal Tigers CCL 2026: ‘যীশু আমাদের ধোনি’! ভরা সাংবাদিক বৈঠকে তারকা অভিনেতা কে দিলেন বিরাট সার্টিফিকেট?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেষ দুই মরসুমে সেলিব্রিটি ক্রিকেট লিগে দুরন্ত পারফরম্যান্স করেছে বেঙ্গল টাইগার্স (Bengal Tigers)। ২০২৪ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর ২০২৫ সালে সেমি ফাইনালে অল্পের জন্য স্বপ্নভঙ্গ হয়েছে। নতুন মরসুমে আরও একবার চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য যীশু সেনগুপ্তদের (Jishu Sengupta)। ২০১১ সালে শুরু হওয়া টুর্নামেন্ট এবার ১২ তম সংস্করণে পা দিচ্ছে। নতুন বছর নয়া উদ্যমেই শুরু করতে চলেছে বাংলার দল। টুর্নামেন্টে বদল আন্তজার্তিক ম্যাচের নিয়ম অনুযায়ী এবার টুর্নামেন্ট হবে টি-২০ ফরম্যাটে। ১৬ জানুয়ারি থেকে শুরু হবে…
