তীব্র টককে করে মধুর মতো মিষ্টি! ক্যানসার, ডায়াবেটিসের মতো রোগে উপকারী এই ফল
বিশ্বে এমন অনেক গাছপালা রয়েছে যাদের গুণ জানলে আশ্চর্য হতে হয়৷ প্রকৃতির খেয়ালে বেশ কিছু গাছপালার কিছু ফুল, ফল এমনই হয় যাদের কিছু অদ্ভুত গুণ রয়েছে৷ অনেকসময় এইসব সাধারণ ফল, ফুলের গুণ আমরা জানিও না৷ তেমনই একটি ফলের কথা জানানো হল এই প্রতিবেদনে৷ প্রকৃতিতে এমনই এক ফল পাওয়া যায় যা প্রচন্ড টক যেকোনও কিছুকে মিষ্টি করে দিতে পারে৷ এই ফলের অদ্ভুত গুণের জন্যই এর নাম অলৌকিক ফল বা ‘মিরাকল ফ্রুট’৷ পাশাপাশি ক্যানসারের মতো কঠিন রোগের চিকিৎসাতেও ব্যবহৃত হয় এই…