নিয়োগের সময় মহিলাদের বুকের ছাতি মাপার কোনও যুক্তি নেই, অপমানজনক! জানাল হাইকোর্ট
নিয়োগের পরীক্ষার সময় চাকরি প্রার্থী মহিলাদের বুকের ছাতি মাপা নিয়ে প্রশ্ন তুলে দিল আদালত। রাজস্থান হাইকোর্টের বিচারপতি দীনেশ মেহতা এনিয়ে প্রশ্ন তুলেছেন। গত ১০ অগস্ট এনিয়ে রায় দেওয়া হয়েছে বলে খবর ল ট্রেন্ডের প্রতিবেদন অনুসারে। আসলে বনরক্ষী পদের জন্য এই শারীরিক পরীক্ষায় পাশ করতে পারেননি তিনজন। এরপর তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের দাবি ছিল বুকের ছাতি মাপার পরীক্ষায় তাঁরা উত্তীর্ণ হতে পারেননি। এরপরই তাঁদের গোটা প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। তবে আদালত তাদের অভিযোগটা যাচাই করার জন্য মেডিক্যাল পরীক্ষার…