China Earthquake: ভয়াবহ জোড়া ভূমিকম্প! মৃত্যুমিছিল চিনে, মৃত ১১০-এরও বেশি…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের ভয়াবহ ভূমিকম্প। এবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল চিন। একবার ন, দু-দুবার। পর পর। ভূমিকম্পের জেরে চিনে মৃত্যুমিছিল। ইতিমধ্যেই মৃতের সংখ্যা ১১০ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তর চিনে হয়েছে প্রথম ভূমিকম্পটি। ভূমিকম্পের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর চিনের গানসু ও কিউইনঘাই প্রদেশ। গানসু প্রদেশে প্রাণহানির সংখ্য়া বেশি। উত্তর চিনের গানসু প্রদেশে ভূমিকম্পের জেরে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০০ জন। ওদিকে পড়শি কিউইনঘাই প্রদেশের হায়ডং শহরে ভূমিকম্পের জেরে প্রাণ…