‘ভারতের ৭ রাজ্য স্থলবেষ্টিত, আমরাই সমুদ্রের একমাত্র অভিভাবক’, চিনের কাছে দাবি ইউনূসের
নয়াদিল্লি : ভারতের উত্তর-পূর্বের সাত রাজ্যকে স্থলবেষ্টিত বলে উল্লেখ করে চিনকে আর্থিক সম্প্রসারণের আহ্বান জানালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূস। চার দিনের চিন সফরে গিয়েছেন ইউনূস। তাঁর এই সফরের মধ্যে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যেখানে বাংলাদেশে আর্থিক বেস তৈরির জন্য চিন সরকারকে উৎসাহিত করতে শোনা যাচ্ছে ইউনূসকে। এই মর্মে তিনি ঢাকাকে “এই অঞ্চলে সমুদ্রের একমাত্র অভিভাবক” বলে উল্লেখও করেছেন। ইউনূস বলেন, “ভারতের পূর্বাঞ্চলের সাতটি রাজ্য, যাদের সেভেন সিস্টার বলা হয়… তারা স্থলবেষ্টিত দেশ, ভারতের স্থলবেষ্টিত…