বেকারির বাইরে লম্বা লাইন, জমজমাট নিউ মার্কেট, বড়দিনের জন্য প্রস্তুত কলকাতা
#কলকাতা: কেক ছাড়া বড়দিন পালন কার্যত অসম্ভব। তাই বড়দিন আসতেই লম্বা লাইন পড়ছে শহরের কেকের দোকানগুলির বাইরে। নিউ মার্কেটের নাহুমস বেকারি, তালতলার সালদানহা বেকারি কিংবা এন্টালির বড়ুয়া বেকারির সামনে লম্বা লাইনের ছবি। ১২০ বছরের ঐতিহ্যবাহী ইহুদি বেকারি নহুমস থেকে কেক কিনতে লাইন দিতে হচ্ছে বিস্তর। কিন্তু তাতেও কুছ পরোয়া নেহি। দুই থেকে আড়াই ঘণ্টা লাইন দিয়েও কেক কিনছেন সবাই। এখানকার বিখ্যাত রিচ ফ্রুট কেক যদিও কয়েকদিন আগে থেকেই আউট অফ স্টক। অন্যান্য কেকের স্টক সামাল দিতেও কার্যত হিমশিম খাচ্ছেন…