আর ব্যবহার করা যাবে না VLC মিডিয়া প্লেয়ার! খুলছে না ডাউনলোড লিঙ্ক
VLC Media Player Ban: ভারতে বন্ধ হয়ে গেল ‘ভিএলসি মিডিয়া প্লেয়ার’ (VLC Media Player) পরিষেবা। সূত্রের খবর এ দেশের অন্যতম জনপ্রিয় মিডিয়া প্লেয়ার সফটওয়্যার এবং স্ট্রিমিং আর কাজ করবে না। প্রায় ২ মাস আগেই এই সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্র সরকার। কিন্তু সরকার বা সংস্থা কোনও তরফে জানানো হয়নি ঠিক কী কারণে এই সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করা হল। অসমর্থিত সূত্রে জানা গিয়েছে, ‘ভিএলসি মিডিয়া প্লেয়ার’ ব্যবহার করে চিনা হ্যাকিং সংস্থা Cicada সাইবার হানাদারির চেষ্টা চালাচ্ছিল বলে জানতে পারে সরকার।…

