কেমন হল ICSE-র ইংরেজি পরীক্ষা? গতবারের থেকেও কঠিন? কী বলছে পড়ুয়া ও শিক্ষকরা?
বুধবার থেকে আইসিএসই পরীক্ষা শুরু হয়েছে। কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের (CISCE) দশম শ্রেণির বোর্ড পরীক্ষার প্রথম দিন ইংরেজি পরীক্ষা হল। আর পরীক্ষার শেষে প্রশ্নপত্র নিয়ে সন্তোষপ্রকাশ করল পডুয়ারা। উত্তরপ্রদেশের কানপুরের একটি স্কুলের পড়ুয়া আদ্য মিশ্র বলেছে, ‘এবার যে প্রশ্ন করা হয়েছে, তা সার্বিকভাবে আমাদের দক্ষতা যাচাই করেছে।’ তাঁদের মতে, এবার যে প্রশ্নপত্র করা হয়েছে, তাতে ভারসাম্য ছিল। লখনউয়ের আরও একটি স্কুলের চার পড়ুয়া জানিয়েছে যে এবার ভালোভাবেই শুরু হল আইসিএসই পরীক্ষা। আগামিদিনেও এরকম পরীক্ষা হবে বলে আশাপ্রকাশ করেছে…